Breaking

Tuesday, November 13, 2018

ডেনমার্কে স্টাব্লিশমেন্ট ভিসার পাওয়ার শর্ত

ডেনমার্কে স্টাব্লিশমেন্ট ভিসার পাওয়ার শর্তঃ
# অবশ্যই ডেনমার্ক থেকে মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রী থাকতে হবে
# ডেনমার্কের মাস্টার্স ডিগ্রী ৬০ ইসিটিএস (ECTS) ক্রেডিট এবং এক্ষেত্রে কেউ যদি ডেনমার্কের কোন প্রাইভেট কলেজে থেকে (বিশেষত ব্রিটিশ ডিগ্রী) মাস্টার্স ডিগ্রী অর্জন করে থাকে সেক্ষেত্রে তাদের দেখা দরকার উক্ত ডিগ্রী ডেনিশ মাস্টার্স ডিগ্রীর সমপর্যায়ের (candidatus) কিনা কিংবা ৬০ ইসিটিএস (ECTS) ক্রেডিট রয়েছে কিনা।
# এছাড়া প্রতিটি স্টুডেন্টকে স্টাব্লিশমেন্ট ভিসার আবেদনে এক বছরের নিজেদের খরচ বহন করতে পারবে এমন নিশ্চয়তাস্বরূপ ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট দেখাতে হবে। ভিসা আবদনের উক্ত ১ মাসের যে কোন সময়ের মধ্যে ইস্যুকৃত ব্যাংক সল্ভেন্সি সার্টিফিকেট এক্ষেত্রে গ্রহণযোগ্য।
উল্লেখ্য, ইতিপূর্বে ২০০৮ সালের শেষের দিকে ডেনমার্কে চালু করা গ্রিনকার্ড স্কিমকে দেখা হচ্ছে একটা ব্যর্থ স্কিম হিসাবে এবং বিভিন্ন গবেষণা রিপোর্ট অনুযায়ী এক উল্লেখ্যযোগ্য গ্রিনকার্ডধারী উচ্চ শিক্ষিত প্রফেশনালরা ডেনমার্কে প্রফেশন অনুযায়ী কাজ পেতে সক্ষম না হওয়ায় ডেনিশ নীতিনির্ধারকরা স্টাব্লিশমেন্ট ভিসার প্রতি অধিক গুরুত্ব প্রদান করছে।
যা হোক, এটা নিশ্চিত ডেনিশ স্টাব্লিশমেন্ট ভিসার আওতায় ডেনমার্কে উচ্চ শিক্ষা গ্রহণে আসা অনেকেই স্টাব্লিশমেন্ট ভিসা নিয়ে এ দেশে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেষ্টা করবেন এ কথা জোর দিয়েই বলা যায়। কিন্তু ডেনমার্কের মত ছোট্ট দেশে যেখানে ডেনিশ ভাষা ছাড়া অন্য কোন ভাষার তেমন ব্যাবহার নেই (সামান্য ব্যতিক্রম ছাড়া)সেক্ষেত্রে ইংরেজি ভাষাভাষীদের জন্য এ দেশের চাকুরীর বাজারে প্রবেশ করা বেশ দুরূহ।
উপসংহারে বলা যায়, ডেনমার্ক সহ ইউরোপকে উচ্চ শিক্ষিত দক্ষ অভিবাসীদের উপযুক্ত স্থান হিসাবে নেবার আগে অনেকবার ভেবে দেখা প্রয়োজন।

দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
 সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।

সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net

No comments:

Post a Comment