সংক্ষেপে দেশ পরিচিতিঃ
ডেনমার্ক ইউরোপের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী ও শান্তিপূর্ণ – সুখী দেশ। ইউরোপের যে ৪ টি নরডিক দেশ রয়েছে তাদের মধ্যে ডেনমার্ক অন্যতম। এর রাজধানী কোপেনহেগেন। এর চারপাশের দেশগুলি হচ্ছে সুইডেন, নরওয়ে ও জার্মানি। আয়তন ৪২৯২৫ বর্গ কিঃমিঃ ও লোকসংখ্যা ৫৭,০৭২৫১ । দেশটির অফিসিয়াল ভাষা ডেনিশ ও মুদ্রার নাম ডেনিশ ক্রুনা ।
শিক্ষার মান ও গ্রহণযোগ্যতাঃ
ডেনমার্কের শিক্ষার মান খুবই উন্নত এবং ডেনিশ ডিগ্রি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে প্রকৌশল, আইটি ও বিজনেসের জন্য দেশটি খুবই ভাল। ডেনমার্কে অনেক ইউনিভার্সিটি রয়েছে যেগুলো রেঙ্কিং এ অনেক এগিয়ে।
ডেনমার্কের কয়েকটি বিখ্যাত ইউনিভার্সিটি হচ্ছেঃ
• University of Copenhagen, website
• Aarhus University, website
• Technical University of Denmark, website
• Aalborg University, website:
• University of Southern Denmark,
ইউনিভার্সিটিতে আবেদনের যোগ্যতাসমূহঃ
• IELTS 5.5 থেকে 6.5
• একাডেমিক পরীক্ষায় কমপক্ষে ৫০% মার্কস থাকা ভাল
• কমপক্ষে HSC কমপ্লিট ( USBSc তে অ্যাপ্লাই এর জন্য )
• কমপক্ষে ১ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা (Bachelor Degree তে অ্যাপ্লাই এর জন্য )
• কমপক্ষে ২ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( AP Degree তে অ্যাপ্লাই এর জন্য )
• কমপক্ষে ৩ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( Top up Bachelor Degree তে অ্যাপ্লাই এর জন্য )
• কমপক্ষে ৩ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( Pre master’s Degree তে অ্যাপ্লাই এর জন্য )
• কমপক্ষে ৪ বছর ইউনিভার্সিটিতে পড়াশোনা ( Master’s Degree তে অ্যাপ্লাই এর জন্য )
ইউনিভার্সিটিতে আবেদনের সময় যা যা লাগবেঃ
• পাসপোর্ট কপি ( ইউনিভার্সিটির ক্ষেত্রে লাগতে পারে )
• সকল একাডেমিক ট্রান্সক্রিপ্টস ও সার্টিফিকেটস
• IELTS সার্টিফিকেট
• মোটিভেশন লেটার
• CV
• রিকোমেন্ডেশন লেটার ( যদি চায় )
আবেদনের সময়সীমাঃ
সাধারণত ইইউ এর বাইরের শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ১৫ জানুয়ারী পর্যন্ত। ক্লাশ শুরু সেপ্টেম্বর মাসে। তবে আবেদনের সময়সীমা কোর্স ও লেভেল ভেদে ভিন্ন হয়ে থাকে। তাই, আপনার পছন্দের পছন্দের কোর্স কো – অর্ডিনেটরের সাথে যোগাযোগ করুন।
টিউশন ফিঃ
ডেনিশ ইউনিভার্সিটি বা কলেজে টিউশন ফি সাধারণত ৬০০০ ইউরো থেকে ১৬০০০ ইউরো পর্যন্ত হয়। এইটা ইউনিভার্সিটি ও সাবজেক্ট অনুযায়ী বিভিন্ন রকম হয়।
বিঃদ্রঃ- টিউশন ফি সম্পর্কে বিস্তারিত জানতে আপনার পছন্দের ইউনিভার্সিটি এর ওয়েবসাইট ভিজিট করুন।
ভিসা সংক্রান্ত তথ্যঃ
আপনি ভিসার জন্য ২ ভাবে অ্যাপ্লাই করতে পারবেন। একটি অনলাইন ও অন্যটি VFS গুলশান, ঢাকায় সরাসরি গিয়ে।
ST1 ( Student ) অনলাইন ভিসা অ্যাপ্লাই এখানে করুনঃ
ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
• বৈধ পাসপোর্ট
• একাডেমিক ডকুমেন্টস
• IELTS সার্টিফিকেট
• টিউশন ফি পেমেন্ট ডকুমেন্ট
• ইউনিভার্সিটি/কলেজ এডমিশন লেটার
• পূরণকৃত ST1 ফরম
ডেনিশ ভিসা প্রসেস হতে ২ – ৩ মাস সময় লাগে। তাই একটু আগে থেকেই প্রসেসিং শুরু করবেন।
দ্রষ্টব্য এটি শুধুমাত্র প্রকৃত শিক্ষার্থীদের জন্য যারা সত্যিই বিদেশ থেকে বিদেশে পড়াশোনা করতে আগ্রহী। আবেদনকারীরা দৃঢ়ভাবে আমাদের অফিসে :
সরাসরি যোগাযোগ বা মৌলিক তথ্যের জন্য ফোন 01911878274 এ সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। যদি আপনি আরও যেতে চান তবে পাসপোর্ট সহ আপনার সমস্ত অ্যাকাডেমিক নথির সাথে আমাদের অফিসে যান।
সানরাইজ এডুকেশন কন্সালটেন্টস
ফোন: 01911878২74; 01707272625
ইমেইল: info@sunrise-bd.net
ওয়েবসাইট: www.sunrise-bd.net
No comments:
Post a Comment